
মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
দেশের বর্তমান প্রেক্ষাপটে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে যানজট নিরসনে এবং যান চলাচল স্বাভাবিক করতে সাধারণ শিক্ষার্থীসহ রোভার স্কাউটস, বিএনসিসি,আনসাররা ট্রাফিক সেবা দিয়ে আসছেন।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে শহরের পুরাতন ব্রিজ,জেলখানা মোড়,পার্ক মোড়,ট্রাফিক মোড় ও বাস স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদের এ কার্যক্রমে বেজায় খুশী পথচারীরা।
এ অসময় অনেকে খুশী হয়ে তাদের পানি,চকলেট,বিস্কুট ইত্যাদি দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন।
সচেতন মহল বলছেন, শিক্ষার্থীদের কাছে অনেক কিছুই শেখার আছে। তাদের এমন মানসিকতার জন্য আমাদের গর্ব হয়