কামারখন্দ(সিরাজগঞ্জ )প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৃষ্টি হারানো সিরাজগঞ্জের কামারখন্দের হায়দারপুর গ্রামের ছেলে জুবায়েরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি, জামায়াত ইসলাম এবং আলোচিত মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস। এসময় সবাই জুবায়েরের পাশে থেকে চিকিৎসার সকল ব্যয়ভার এবং তার আগামী জীবন যাপন যেন থেমে না যায় তার মাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে আসেন।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে দশটায় মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস এরপর বিকেল সাড়ে চারটায় জামায়াত ইসলামী বাংলাদেশ কামারখন্দ এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কামারখন্দ সবাই জুবায়েরের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন। এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কামারখন্দের সমন্বয়ক মাহবুব সাকিব দৈনিক কালবেলা পত্রিকার কামারখন্দ উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান আশিক প্রমূখ।
মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস জুবায়েরের পাশে দাঁড়ানোর এবং তিনি বলেন, যেহেতু পাঁচ মাস বয়সে ওর বাবাকে ও হারিয়েছে। এটা কিন্তু একটা দুঃখের বিষয় যে বাবা হারা একটা ছেলে মা যুদ্ধ করে আজ আঠারোটা বছর তাকে লালন পালন করে বড় করেছে। এই বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনে তার একটা চোখে ছোড়া গুলি লেগে সে কিন্তু আহত । সে কিন্তু আসলে কোন দিক দিয়ে কিন্তু সাপোর্ট পাচ্ছে না। তার বাড়ি কিন্তু একেবারেই গ্রামে বলাই চলে। আমরা চাই বাংলাদেশের সরকারসহ পাশাপাশি যারা বিত্তবান আছে সবাই যদি জুবায়েরের পাশে দাঁড়ায় তাহলে সে তার দৃষ্টি ফিরে পাবে পাশাপাশি তার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করা হয়। যেহেতু তরুণ প্রজন্মের সে আহত হয়েছে এই আন্দোলনে গিয়ে। আমাদের সবার চাওয়া থাকবে তার পরিবারের দিকে যেন আর্থিক সচ্ছলতা ফেরার জন্য সরকার বা বিত্তবানদের পাশাপাশি আমরা যদি সবাই তার পাশে দাঁড়াই ইনশাআল্লাহ তার ভালো কিছু একটা হবে। আমরা জুবায়েরের বিকাশ একাউন্ট নাম্বার +৮৮০১৩০০ ৯৪৮৯৭০ দিয়ে দিয়েছি।
এরপর বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ জামায়াত ইসলামের কামারখন্দ উপজেলার আমির ইউসুফ আলী জুবায়েরের সার্বিক খোজ খবর নেন ও সম্মিলিত মোনাজাত করেন । পরে জুবায়েরের হাতে প্রাথমিকভাবে আর্থিক সহায়তার পাশাপাশি জুবায়েরের চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন ।
সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলার সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং সাধারণ সম্পাদক রেজাত রাব্বি উথান দলের নেতা কর্মীদের নিয়ে জুবায়েরের বাড়িতে গিয়ে তার সার্বিক পরিস্থিতির বিষয়ে তার মায়ের সাথে আলোচনা করেন। তাকে চিন্তা করতে নিষেধ করেন এবং উপজেলা বিএনপি জুবায়েরের পাশে থেকে সকল প্রকার সহযোগিতার করার আশ্বাস দেন।
উল্যেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দৃষ্টি হারানো জুবায়েরকে নিয়ে দৈনিক কালবেলা অনলাইন “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছেলের দৃষ্টি ফিরে পেতে মায়ের আকুতি” শিরোনামে ১২ আগষ্ট সোমবারে একটি নিউজ প্রকাশিত হয়।
ছবির ক্যাপশন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল কামারখন্দ, মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস ও কামারখন্দের সমন্বয়ক মাহবুব সাকিব এবং বাংলাদেশ জামায়াত ইসলাম কামারখন্দ মঙ্গলবার হায়দারপুর গ্রামে জুবায়েরের বাড়ির ছবি।