কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
১৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে আওয়ামীলীগ সরকারের গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় উপজেলায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলার পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা
তিনি তার বক্তব্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে ১৫ আগষ্ট সাধারণ ছুটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা চত্বরে ১৫ই আগষ্ট’কে কেন্দ্র করে আওয়ামীলীগ ও তার দোষর’রা বিশৃংখলা তৈরি করতে পারে এবং দ্রুত গণহত্যার বিচার দাবি করেন । সেই সাথে তাদের এই অপতৎপরতা রুখে দেওয়ার জন্য বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি তিনি আহবান জানান এবং সজাগ থাকার আহবান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, নাসির উদ্দীন রতন, সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিনু, সাইদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।