রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে রায়গঞ্জে অতি দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত চক্ষুক্যাম্পে গিয়ে দেখা যায়, এক থেকে দেড় হাজার চক্ষুরোগের সেবাপ্রার্থীরা উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করতে ভিড় করছেন। আগত রোগীদের চক্ষু পরীক্ষা সহ পাওয়ার গ্লাস প্রদান করা হয়। এ ছাড়াও চোখের ছানির সমস্যার রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানা যায়।
প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা এবং ২’ শতাধিক রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎকরা।
শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে
অধ্যাপক এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের বাস্তবায়নে ও আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের সার্বিক সমন্বয়ে দরিদ্র চক্ষু রোগীদের এ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাওয়া নাছিমা বেগম, আবু সাঈদ, হাসান আলী, শ্রবণী খাতুন,আছিয়া বেগম ও রমজান আলী বলেন, আমরা গরিব মানুষ টাকার অভাবে ৪-৫শ টাকা দিয়ে চোখের ডাক্তারও দেখাতে পারিনা ঔষধও খেতে পারিনা তাই এখানে আসছি ডাক্তার দেখানোর জন্য। টাকা ছাড়া ফ্রি চোখ পরিক্ষা এবং চশমাও পাওয়া গেল। অনেক দিন ধরে অপেক্ষা করছি আরো দুইদিন আগে এসে মানুষের কাছে জেনে গেছি কোথায় দিবে। গ্রাম থেকে পায়ে হেঁটে আজ সকাল সকাল এ স্কুলে এসে স্লিপ কেটে লাইনে দাঁড়িয়েছি। এখানকার ডাক্তার গুলো খুব ভালো, অনেক্ষণ ধরে চোখ দেখে ব্যবস্থা পত্রসহ চশমা দিয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শুভ উদ্বোধন করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম কামরুল হাসান ( পিআরএস)৷
বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজনকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। বিগত বছর ও এবছরে চক্ষু রুগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবাদান কার্যক্রম চলছে। জেলার ৯ টি উপজেলায় এ পর্যন্ত ৬ টি চক্ষু শিবির ক্যাম্প করা হয়েছে। এতে এলাকাবাসী উপকৃত হয়েছে বলে মনে করেন সচেতন মহল।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলার রোভার সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত স্কাউট গ্রুপের (আর এস এল) মো. আসলাম সেখ, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।