ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ২নং সোহাগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে সোহাগি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আজ(২০ আগস্ট) মঙ্গলবার বেলা ১২ বারোটার দিকে সোহাগি রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।পরে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কসহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে গিয়ে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোহাগি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার কবির হিরো ও সাধারণ সম্পাদক নাসিরুল্লাহ খান।পরে সোহাগি ইউনিয়ের চেয়ারম্যান মো. কাদির আহম্মেদ ভূঁইয়ার কার্যালয়ে তালা লাগিয়ে দেয় উপস্থিত জনতা। খুলে ফেলা হয় চেয়ারম্যানের কার্যালয়ের নেইমপ্লেট। এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্র করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কাদির আহম্মেদ ভূঁইয়া। সেসময় আ.লীগের প্রভাবে অসহায় সাধারণ মানুষের বয়স্ক ভাতা ও বিজিডি কার্ডসহ অন্যান্য কার্ডের জন্য তাকে দশ হাজার করে টাকা দিতে হয়েছে। এছাড়া চেয়ারম্যান হওয়ার পর থেকেই তিনি মানুষকে নানাভাবে হয়রানি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ কারণে ইউনিয়নের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।এভাবে আর চলতে পারে না, সোহাগির মানুষ তাকে আর চায় না। অবিলম্বে ইউপি চেয়ারম্যান কাদির আহম্মেদ ভূঁইয়াকে অপসারণ করে একজন প্রশাসক নিয়োগ এবং তার সব অপকর্মের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এসময় সোহাগি ইউনিয়নবিএনপি,ছাত্রদল,যুবদলের নেতাকর্মীসহ শিক্ষার্থী ও সাধারণ জনতারা উপস্থিত ছিলেন।