নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির আয়োজন হিসেবে বিক্ষোভ মিছিল এবং শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকাল ১১ টায় পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পদক্ষিন করে বাজার স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়। এতে সভায় সভাপতিত্বে করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও শোক র্যালী অনুষ্ঠিত হয় ।
বক্তৃাগণ বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা বিএনপি ঐক্যবদ্ধ। সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করতে গিয়ে কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-ছাত্রীসহ বিরোধী মতাদর্শের ব্যক্তিরা নিহত হয়েছে। বক্তৃগণ আরও বলেন,যারা নিহত ও আহত হয়েছেন তাদের আত্মা শান্তি কামনা করি এবং যারা বেঁচে আছেন তাদের সুস্থতা কামনা করি মহান আল্লাহ পাকের কাছে।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস,সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিরাজগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান,সহ-সভাপতি মো:ডাক্কু, সহ-সভাপতি ইমরান শেখ,যুগ্ন-সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম রাকিব,শহর যুবদলের সভাপতি সজিব খান,সাধারণ সম্পাদক আলামিন প্রামানিক,সদর থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাদ,সাধারণ সম্পাদক মো:তৌহিদ আলম, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন সুমনসহ জেলা যুবদল ও জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।