নাবিউর রহমান চয়ন, কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জে কাজিপুর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ (আগষ্ট) বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে এসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ভাই-বোনে’দের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার (রানা)। তিনি তার বক্তব্য বলেন, আমরা সকলেই নির্যাতিত, শত জেল জুলুম সহ্য করেছি। কাজিপুরের মানুষের স্বার্থে আমরা বিএনপির নেতাকর্মী’রা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তিনি আরো বলেন, যারা দখল, হামলা, মারধর, ভাংচুর ও লুটপাট করে তারা আমাদের কেউ নন। যদি কেউ এর সঙ্গে জড়িয়ে পড়ে তা হলে তার দায়ভার তাকেই নিতে হবে। বিএনপি এর দায়ভার বহন করবে না। এলাকার নিরীহ মানুষের ওপর জুলুম অত্যাচার নির্যাতন করলে দল তার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি, খ, ম রকিবুল হাসান রতন। সাংগঠনিক মির্জা মোস্তফা জামান, উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রশিদ রানা প্রমুখ। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।