সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার অফিসিয়াল ও ব্যক্তিগত দুটি মুঠো ফোন নাম্বার ক্লোণ করে নানা সুবিধা দেবার কথা বলে চাঁদা ও টাকা-পায়সা দাবী করছে একটি প্রতারক চক্র।
এদিকে প্রতারনার বিষয়টি জানার পরপরই তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লোকজনকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য সামাজিক যোগাযোগ মাধমে সকলকে সর্তক থাকার অনুরোধ করেছেন। পাশাপাশি বিষয়টি উপজেলা এলাকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদের বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধও করেছেন।
জানা গেছে, শনিবার (২৪ আগস্ট) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার অফিসিয়াল ও ব্যক্তিগত দুটি মুঠো ফোন নাম্বার ক্লোণ করে নিজেকে ইউএনও দাবী করে। তারা উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ফোন দেন। তারপর তাঁর কাছ থেকে উপজেলা পর্য্যায়ে থাকা বিভিন্ন ডিলারে মুঠোফোন নাম্বার চান। তিনি কয়েক জনের মুঠোফোন নাম্বার দিলে প্রতারক চক্র নানা অজুহাতে ডিলাদের কাছে টাকা দাবী করতে থাকে।
এছাড়া একই কায়দায় প্রতারক চক্রটি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের নাম এবং মুঠো ফোন নাম্বার সংগ্রহ করে। সংগ্রহের পর সেখানেও নিজেকে ইউএনও দাবী করে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রতিষ্ঠান প্রতি ৩ হাজার ৫০০ টাকা দাবী করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে অনেকের সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর তারা বুঝতে পারেন এটি প্রতারনা এবং ইউএনও’র অফিসিয়াল ও ব্যক্তিগত দুটি মুঠো ফোন নাম্বার ক্লোণ করা হয়েছে। তখন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা লোকজন যাতে প্রতারকদের ফাঁদে না পরেন এ জন্য সামাজিক যোগাযোগ মাধমে সর্তকতামূলক পোষ্ট দেন।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা জানান, তিনি ঘটনাটি জানার পর পরই সর্তকতামূলক ব্যবস্থা নেন। তারপর তিনি এ বিষয়টি তাঁর উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।