সোহেল রানা , নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টার সময়
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান সভাপতিত্বে,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসেনের সঞ্চালনায়,বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান খান।
দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা বিষয়ক দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা সমাজসেবা। উপজেলা কনফারেন্স রুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করেন।