মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে পবিত্র কোরআন তেলোতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান কে.এম নাহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, তারেক রহমান সোহাগ, সুলতান মাহমুদ শাহীন, সালাউদ্দিন তুহিন, শামীম আরা মুন্নি, শরিফুল ইসলাম সুমন, ফয়সাল হাসান মারুফ, শাপলা আহমেদ, মাসুদ রানা, ফরিদ প্রমুখ সহ সিরাজগঞ্জর সকল বীর মুক্তিযোদ্ধা।
বক্তারা বলেন, এখনো অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন। আর মুক্তিযোদ্ধাদের কারনেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোন ব্যক্তি ইশারায় এ দেশ স্বাধীন হয়নি। আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের ও জনগণের স্বার্থে। কোটা, চাকরি বা ভাতার আসায় মুক্তিযুদ্ধ করি নাই। সভাটি সঞ্চালনা করেন, জাফর ইমাম।