ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেলে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সদস্য ছাত্র সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর শহরের মুক্তিযোদ্ধা ভবনের ৩য় তলার সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় উপজেলার প্রেসক্লাবের কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন- ছাত্রদের পক্ষে তারেক মাহমুদ। তিনি তার বক্তব্যে রাষ্ট্রীয় সংস্কার ও সমাজে ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে তাদের কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন। এ কর্মসূচি বাস্তবায়নে তিনি সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। ছাত্রদের মধ্যে আরো বক্তব্য দেন- হাবিবুর রহমান, শাহ আলম, জসিমউদদীন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রেখে বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব(পুরাতন) আহবায়ক কুশমত আলী, সদস্য হুমায়ুন কবির, সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সদস্য নূরুল হক, আশরাফুল ইসলাম,খুরশিদ আলম শাওন, আনোয়ার হোসেন, একে আজাদ, জিয়াউর রহমান প্রমুখ।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে আবুল কালাম আজাদ, রেজাউল করিম রাজা, বিজয় রায়, লেমন সরকার, আবু জাফর, সুজন আলী,আনোয়ার হোসেন জীবন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে উপজেলায় কর্মরত ছাত্রদের একটি তালিকা সাংবাদিকদের কাছে দেয়ার এবং ছাত্রদের কাছে ২ প্রেসক্লাবের সদস্যদের তালিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ছাত্ররা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে ছাত্রদের কর্মসূচিতে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।