1. admin@thedailydrishyapat.com : admin :
  2. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  3. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

এনায়েতপুরে কর্মবীর ডাঃ এমএম আমজাদ হোসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

সোহেল রানা ,সিরাজগঞ্জ চৌহালী প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাঁজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ এমএম আমজাদ হোসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন ২০১২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন ১ অক্টোবর ১৯২৫ খ্রীঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে জন্মগ্রহণ করেন।
১৯৪৮ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৫০ সালে পাকিস্তান সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে ১৯৫৩ সালে বন্দর নগরী চট্টগ্রামে রপ্তানী ভিত্তিক ব্যবসা শুরু করেন। ১৯৫৮ সালে তিনি প্রথম রপ্তানী ভিত্তিক শিল্প ‘পাকিস্তান গদি মিলস লিমিটেড’ চালু করেন। 
এই কর্মবীর ১৯৫৬ সালে এনায়েতপুরে তাঁর মায়ের নামে অত্র অঞ্চলের মেয়েদের জন্য মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন।
১৯৬২ সালে সেই সময়ের বৃহত্তম টেক্সটাইল ইন্ডাস্ট্রি ‘আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড’ এবং ১৯৬৭ সালে ‘আলহাজ্ব জুট মিলস লিমিটেড’ প্রতিষ্ঠা করেন। উভয় প্রতিষ্ঠানের তিনি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সাবেক সভাপতি  ছিলেন ডা. এম এম আমজাদ হোসেন।
১৯৮০ সালে টঙ্গী শিল্প এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঔষধ শিল্প। 
১৯৯৮ সালে এটিআই লিমিটেড নামে একটি সফটওয়্যার উন্নয়ন প্রতিষ্ঠান গড়ে তোলেন ।ছ ২০০০ সালে গড়ে তোলেন এটিআই সিরামিকস লিমিটেড।
প্রায় ১০০ একর জমির উপর প্রতিষ্ঠা করেছেন উপ মহাদেশের প্রখ্যাত সাধক খাজা এনায়েতপুরী (রঃ) এর নামে ‘খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল’। 
ডাঃ এম এম আমজাদ হোসেন শিল্পে অবদানের জন্য ১৯৯৮ সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মনোনীত হন।

তাঁর অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, খাজা ইউনুস আলী ফাউন্ডেশন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল, ড্রাগ ইন্টারন্যাশনাল (বেসিক কেমিকেল ডিভিশন), এম এম টি এস্টেট, ড্রাগ ইন্টারন্যাশনাল ইউনানী লিমিটেড, ড্রাগ ইন্টারন্যাশনাল হার্বাল ডিভিশন. এম এম মাল্টি ফাইবার্স লিমিটেড।
মহান এই কর্মবীর আমজাদ হোসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় ট্রাষ্টিবোর্ড সোসাইটির পরিচালক মোহাম্মদ ইউসুফ,খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ রুবাইয়াৎ ফারজানা হোসেন,অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রফেসর ডাঃ জুলফিকার আলী, সহযোগি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন ‌
পরবর্তীতে তার পারিবারিক কবরস্থানে মরহুমের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com