সিরাজগঞ্জ প্রতিবেদক:
সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পয়েন্ট টুটু ক্যালিবার রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লে. কর্ণেল নাহিদ-আল-আমিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রিভলবারটি উদ্ধার করে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ আফজাল ও সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি পয়েন্ট টুটু ক্যালিবার রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।