অপু মির্জা,পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ার বাদাই নদীর কাজিরহাট- সাতবাড়িয়া প্রকল্পের দূর্বল ও ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে।বাধ সংস্কারের কাজ পরিদর্শন করেছেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা,বেড়া পানি উন্নয়ন বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো: সুরুজ মন্ডল ও মো: আব্দুল জলিল এবং সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
অতি বর্ষন ও দীর্ঘদিন সংস্কার না করায় বেড়িবাঁধের ভাঙ্গনের উপক্রম হয়েছিল।ক্রমশ ভাঙ্গতে ভাঙ্গতে নদীর বাধ শেষ হতে বাকি আছে মাত্র কয়েক ফুট।যে কোন সময় ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশংঙ্কা বিরাজ করছিল।বাঁধ ভেঙ্গে প্লাবিত হলে মানুষের জানমাল, ফসলি জমিসহ লাখ লাখ টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা।
এবিষয়ে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট দপ্তরের।সরেজমিনে দেখা গেছে,বেড়ার বাদাই নদীর কাজিরহাট- সাতবাড়িয়া প্রকল্পের বাঁধ ঐ এলাকার বসত বাড়ি ফসলি ম্মাঠ বিলীন হওয়ার উপক্রম হয়ে পরে।দীর্ঘ কয়েক বছর যাবৎ ভাঙ্গতে ভাঙ্গতে বাঁধের এক-তৃতীয়াংশ ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে।বর্তমান পরিস্থিতিতে মূর্হুত্বের মধ্যে বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্খা দেখা দিয়েছিলো। প্লাবিত হলে নদীর পানি ঢুকে হাজার হাজার বিঘা জমির ফসল ও মৎস্য ঘের ভেসে যাওয়া সহ শতশত পরিবার পানি বন্দি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছিলো।
স্থানীয়রা নদীর মুল বেড়ি ছিদ্র করে পানি উত্তোলন ও নদী থেকে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালি উত্তোলন নদী ভাঙ্গনের প্রধান কারণ হিসেবে দায়ী করেন।