নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে উৎসব মুখর পরিবেশে উপজেলা ইট ভাটা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির ভুঁইয়াগাতী অস্থায়ী কার্যালয়ে একটানা ভোটগ্রহণ চলে।
এ নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে আবু হানিফ খান, চেয়ার প্রতীক নিয়ে মোশাররফ হোসেন আকন্দ, দোয়াত কলম প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক জুয়েল প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাংগঠনিক পদে ফুটবল প্রতীক নিয়ে ইমরান হোসেন ও আম প্রতীক নিয়ে ফরিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে আনারস প্রতীকে ৩৯ টি ভোট পেয়ে আবু হানিফ খান সভাপতি ও ফুটবল প্রতীকে ৩৫ টি ভোট পেয়ে ইমরান হোসেন সাংগঠনিক সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো: ওমর ফারুক জুবায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬০ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মাছদুর রহমান।