নিজস্ব প্রতিবেদক:
নাটোরে সরকারি প্রণোদনা না পেয়ে এক নারী কৃষি কর্মকর্তাকে রড দিয়ে মাথায় আঘাত প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ রোডস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যলয় সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রণোদনা না পেয়ে নাটোর সদর উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইসরাত জাহানের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে কৃষক। তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। অবিলম্বে এই হামলাকারীকে গ্রেপ্তার ও তার শাস্তির দাবী জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ এর নতুন প্যানেলের সভাপতি প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।