নিজস্ব প্রতিনিধি:
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায়, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশদেরকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কর্মকর্তাদের মধ্যে স্বীকৃতি স্বরুপ সন্মাননা গ্রহন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হোসান শেখ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে প্রথমস্থান অর্জন করায় স্বীকৃতি স্বরুপ সন্মাননা গ্রহন করেন ধামাইনগর ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা পর্যায়ে মোঃ রোজিন পলাশ, দ্বিতীয় স্থান অর্জন করে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তৃতীয় স্থান অর্জন করেন সোনাখাড়া ইউনিয়ন পরিষদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মধ্যে ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম পুলিশদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ ঈশ্বর কুমার মাহাতো, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সুজন কুমার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সুমন কুমার রবিদাস। বিশেষ অবদানের জন্য চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আলহাজ্ব আলী সম্মাননা গ্রহণ।