রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে ছয় জনের জেল ও দুইজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এ দণ্ড দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা খন্দকার পাড়ায় ফুলজোড় নদী থেকে সরকারি অনুমতিবিহীন বালু উত্তোলনের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও রায়গঞ্জ থানা পুলিশের একদল চৌকস টিম সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার বাচ্চু প্রামাণিকের ছেলে রেফাজুল ইসলাম ( অর্থদণ্ড), কুড়িগ্রামের ভুরঙ্গামারী উপজেলার আশাদুল ইসলাম (২৯), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শাহজাহান শেখ এর ছেলে সুজন হোসেন (২৬), মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া হোসেন( ১৮), ফরিদপুরের মধুখালী উপজেলার মসলিম শেখ এর ছেলে রুহুল শেখ (৩৮), বগুড়ার শেরপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার মফিজুর রহমানের ছেলে নাঈম সরকার (১৯), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আব্দুল হামিদ শেখ এর ছেলে বেলাল শেখ (অর্থদণ্ড)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বারবার সতর্ক করার পরেও বালু উত্তোলন অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (খ) ধারা, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪ ধারা ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালনা পৃথক পৃথক আইনে জেল ও জরিমানা আদায় করা হয়। এসময় যারা বালু উত্তোলন করে বিক্রি করছে তারা পালিয়ে যায় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।