আমিরুল ইসলাম:
গভীর রাতে সিরাজগঞ্জের কামারখন্দে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ঘরে ঢুকে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ধর্ষণকারী রিয়াদ হাসান টুটুল (১৭) উপজেলার রায়দৌলত পুর ইউনিয়নের চৌবাড়ী গ্রামের সোহরাব হোসেনের ছেলে এবং চৌবাড়ী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী।
ভুক্তভোগী মেয়েটির মা বলেন, গত বুধবার আমার বড় মেয়ে অসুস্থ হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আমি ও আমার স্বামী সেখানে যাই। আমার ছোট মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী টুটুল বুধবার রাতে আমার বাড়িতে প্রবেশ করে। এরপর আমার স্কুলপড়ুয়া মেয়ের ঘরে নক করে বলে “দরজা খোলো আমি তোমার বাবা” বাবার পরিচয় দিলে আমার মেয়ে দরজা খুলে দিলে টুটুল তার মুখ চেপে ধরে এবং তাকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আমার মেয়ে চিৎকার চেঁচামেচি করলে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসে এ সময় টুটুল দ্রুত পালিয়ে যায়।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে আমরা ঢাকা থেকে বাড়িতে এসে পরিবার স্বজনদের সাথে আলোচনা করে শুক্রবার সকালে মামলা করতে চাইলে টুটুল তার বাবাসহ আরো কয়েকজন লিঠিসোঠা নিয়ে আমাদের গতিরোধ করে এবং আমাদের এলাকাছাড়া করার ভয়ভীতি দেখায় । মামলা করতে গেলে আমার দুই দেবর ও তার স্ত্রীসহ তিনজনকে টুটুল ও তার পরিবার মারপিট করে। আমাদের ঘরবাড়িও ভাঙচুর করা হয়। পরে ট্রিপল-নাইনে কল করে পুলিশের সহায়তা নিয়ে দুপুরে থানায় লিখিত অভিযোগ দেই।
বিষয়টি নিয়ে একাধিকবার অভিযুক্ত টুটুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এরপর অভিযুক্ত টুটুলের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, হা বিষয়টি আমি শুনেছি। আমি ভুক্তভোগী পরিবারকে মামলা দায়ের করার কথা বলেছি। এই ধরনের মামলায় কখনোই জামিনের সুযোগে নেই। আইনের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
এ ব্যাপারে কামারখন্দ থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বৃষ্টি নামের একটি পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী তার পরিবার নিয়ে শুক্রবার জুমার নামাজের পর আসেন। তাকে আমরা নারী শিশু হেল্প ডেস্কে যে অফিসার আছে তাদের সহায়তায় তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। সে বলতেছে যে সে যৌন হয়রানির শিকার হয়েছে। এ ব্যাপারে তার গার্ডিয়ান লিখিত দিলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত সমাপ্ত করে রিপোর্ট দাখিল করবো।