শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক সেচ মোটর চুরি করে বিক্রির জন্য বস্তায় ভরে নিয়ে যাওয়ার পথে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ (১২ অক্টোবর) শনিবার ভোরে উপজেলার রাজিবপুর ইউনিয়ের রাজিবপুর বাজার থেকে মো. বিপুল মিয়া(১৯) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বিপুল মিয়ার বাড়ি উচাখলা ইউনিয়নের চরআলগী গ্রামে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নে প্রায়ই বৈদ্যুতিক সেচ মোটর চুরি হয়। তবে সম্প্রতি পুলিশের হোন্ডা মোবাইল পার্টির তৎপরতায় অনেকটা নিয়ন্ত্রণে এসেছে সেচ মোটর চুরি।
পুলিশ সূত্রে জানা গেছে,মো. বিপুল মিয়া একটি সেচ মোটর বস্তায় ভরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সাথে সাথেই পুলিশের একটি টিম রাজিবপুর বাজারের এনামুল হকের চায়ের দোকানের সামনে থেকে বিপুল মিয়াকে আটক করে। এসময় সেচ মোটরটি জব্দ করে পুলিশ। বিপুলকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সেচ মোটরটি চুরির তথ্য। জিজ্ঞাসাবাদে পুলিশকে বিপুল জানায়, গত ৭ অক্টোবর রাতে রাজিবপুর ইউনিয়নের ভাটিচর-নওপাড়া (ময়দানপাড়া) গ্রামের আবাদী জমি হতে বিপুল ও তার ২-৩ জন সহযোগীর সহায়তায় সেচ পাম্পটি চুরি করে তার নিজ বাড়িতে রেখে দেয়। সে তার সহযোগী চোরদের সহায়তায় আরো অনেক সেচ মোটর চুরি করেছে বলেও পুলিশকে জানায়।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’ চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে থানা পুলিশ পরিকল্পিত রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে চোর চক্রের এক সদস্য বিপুল মিয়াকে হাতেনাতে সেচ মোটরসহ গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে বিপুল মিয়াকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালে সোপর্দ করা হয়েছে। চুরি-ছিনতাই আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।