শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় জাকির হোসেন(১৭)নামে এক কিশোরকে ডাকাত দল গলা কেটে হত্যার ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।আজ(১৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়ের সাহেবনগর গ্রামে নিহত ওই কিশোরের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পরেছেন। জাকির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।নিহত জাকির হোসেনের মা জাহানারা বেগমবিলাপ করে বলেন,’গত বৃহস্পতিবার আমার পুত(ছেলে) বাড়ি থেকে খাওয়া-ধাওয়া করে কাজে গেছে। আমার বাজানরে যে এইবা মারবো জানলে আমি যাইতে দিতাম না। আমার পুতরে(ছেলেকে) যারা এমনে(গলা কেটে)মারছে,আমি তাদের ফাঁসি চাই। জাকিরের বড় বোন রোজিনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন,’ আমার ভাইয়ের গলার রগ(কণ্ঠনালী)কেটে, হাত-পা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে মারছে। এভাবে কি মানুষ মানুষরে মারে? আমার ভাইয়ের খুনিদের আমরা ফাঁসি চাই।চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পরিবারের লোকজন জানিয়েছেন,’জাকির হোসেন ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট। জাকির গাজীপুরের জয়দেরপুর এলাকার হারিনাল বাজারে পাইকারি পোল্ট্রি মুরগি ব্যবসায়ী মাসুদের দোকানে কাজ করতো। গত শনিবার আনুমানিক রাত ১০ টার দিকে পাইকারি মুরগি কেনার উদ্দেশ্যে পিকাপভ্যান যোগে জাকির কাপাসিয়ায় যেতে চাইলে পথিমধ্যে একদল ডাকাত গাড়ির গতিরোধ করে। এ সময় ডাকাতদল জাকিরের সাথে থাকা মুরগি কেনা বাবদ ১ লাখ ২০ হাজার নিয়ে যেতে চাইলে জাকির বাধা দেয়। এতে ডাকাতদল ক্ষিপ্ত হয়ে জাকিরকে গলা কেটে হত্যার পর টাকা নিয়ে যায়। পরিবারের দাবি জাকিরকে হত্যার ঘটনায় চালক হৃদয় মিয়া জড়িত রয়েছে।হৃদয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসনপুর উপজেলায়।
এ প্রসঙ্গে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. কামাল হোসেন মুঠোফোনে জানান,’জাকিরকে হত্যার ঘটনায় ধারণা করা হচ্ছে পিকাপভ্যান চালক হৃদয় মিয়াও জড়িত রয়েছে। তাকে আটক করা হয়েছে, তার কাছে থাকা নগদ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’যেহেতু ঘটনাস্থল কাপাসিয়া তাই সংশ্লিষ্ট থানা পুলিশ এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে।’