সোহেল রানা চৌহালী প্রতিনিধি:
সারাদেশে বিজয়া দশমীর দিনে প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার সমাপ্তি হলো।
সিরাজগঞ্জ জেলায় এবছর প্রায় ৫১৬ টি মন্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এদিকে এনায়েতপুর থানা দিন ৩২ টি মন্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গোপালপুর, খামার গ্রাম,বেতিল হালদার পাড়া সহ দূর্গা প্রতিমা নিয়ে একে একে করে বেতিল খেয়াঘাটে এসে জমায়েত হন এবং পরিশেষে তারা যমুনা নদীতে প্রতিমা বির্সজন করেন।
এ সময় বেতিল হালদার পাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রতন চন্দ্র হালদার বলেন বিশেষ করে সেনাবাহিনী ও এনায়েতপুর থানার আইন শৃঙ্খলা বাহিনী এবছর খুব তৎপর ছিল জার কারণে এ বছর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনি এজন্য আমরা খুব উৎসব মুখর পরিবেশে আমাদের শারদীয় দূর্গাপূজা পালন করতে পেরেছি।
হিন্দু শাস্ত্র মতে দূর্গাদেবী গজে পৃথিবীতে এসেছিলেন সকল প্রাণীর মঙ্গল কামনায় তিনি গত তিনদিন যাবত মানবজাতির জন্য ঘোড়ায় চড়ে গজে আসেন এবং গজে চড়ে তিনি কৈলাসে তার স্বামীর গৃহে ফিরে যান। আবারো ৩৬৫ দিন পর এই সময়টাতে দূর্গাদেবী মানবজাতির মঙ্গল কামনায় ধারদামে আসবেন বলে সনাতন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন।