সোহেল রানা প্রতিবেদক :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১১ টায় সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ’র সভাপতিত্বে উপজেলা কৃষি বিভাগ চত্বরে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
উক্ত বিতরনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম , উপজেলা জামাত আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সাবেক পৌর মেয়র মো. মোশাররফ হোসেন ভূয়া প্রমুখ । উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় রবি প্রণোদনা ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৯১০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।
অত্র উপজেলায় মোট ৯ হাজার৪ শত ৬০জন কৃষককে রবি প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে ১০০ জন গম, ভুট্টা ১২০ জন, পিয়াজ ২০ জন, চীনাবাদাম ১০ জন, মসুর ডাল ৪০ জন ও খেসারি ডাল ৫০ জন ও অরহড় ২০ জনকে তালিকাভুক্ত করার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ। পর্যায়ক্রমে এসব কৃষকদের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে।