সাব্বির মির্জা, (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে যৌথ বাহিনীর অভিযানে চালিয়ে ছয়টি ফেন্সিডিল সহ আনোয়ারা খাতুন (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার ( ২২ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে জয়ন্তিহার গ্রামে যৌথ বাহিনীর অভিযান চালায়। গ্রেফতারের পরবর্তীতে উক্ত মাদক ব্যবসায়ীকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
যৌথ অভিযান পরিচালনাকারী নেতৃত্ব দেন দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর নিমগাছি আর্মি ক্যাম্প কমান্ডার মো নাসির উদ্দীন খাঁন ও তাড়াশ থানা টহল টিম।
দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর নিমগাছি আর্মি ক্যাম্প কমান্ডার মো নাসির উদ্দীন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলা দেশীগ্রাম ইউনিয়নে জয়ন্তিহার গ্রামে আনোয়ারা খাতুন নামের একজন নারী মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে এই কাজের সঙ্গে জড়িত রয়েছে।
এ ছাড়া তার ঘরে মাদক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ বাহিনী অভিযান পরিচালনা করলে ছয়টি ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে গ্রেফতার করে তাড়াশ থানা হস্তান্তর করি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছয়টি ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।