নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়ক অবরোধ করে আন্ডার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
প্রায় ২ ঘন্টা ব্যাপি মানববন্ধনে দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
রবিবার সকালে থানা রোড এলাকায় এ কর্মসূচিতে মৃত দেহ বহনের খাটিয়া নিয়ে প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক খান, ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খান, মীর রফিকুল ইসলাম রতি সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, থানা রোড় এলাকায় একটি আন্ডার ব্রিজের নির্মাণের দাবি দীর্ঘদিনের। আন্ডার ব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই অতিদ্রত আন্ডার ব্রিজ নির্মাণের দাবি তাদের।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় শামসুল হক খান বলেন, লক্ষীকোলা ও সরাইহাজীপুর এলাকাটি একটি জনবহুল এলাকা। প্রতিদিন সড়কটি দিয় পারাপার হচ্ছে ১০ গ্রামর কয়েক হাজার মানুষ। এখানে কোন আন্ডার পাস না থাকায় প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। হাইওয়ে সড়কের দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার আগেই সড়ক পারাপারে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পুরাতন থানা রোড সংলগ্ন এলাকায় একটি আন্ডার পাস নির্মানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।