1. admin@thedailydrishyapat.com : admin :
  2. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  3. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

তাড়াশে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে ৩টি স্রোতিজালের স্থাপনা বিনষ্ট ও ৩ লক্ষ ৬৪ হাজার টাকা মূ‌ল্যের ৯১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর এ‌টি করা হয় তাড়াশ উপ‌জেলার চরকুশাবাড়ি ও মাগুড়া ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ‌্যমে। এ মোবাইল কোর্ট প‌রিচালনান সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ ও সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) সিরাজগঞ্জের তাড়া‌শে চরকুশাবাড়ি ও মাগুড়া ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ‌্যমে অবৈধভাবে মাছ শিকারের কার‌নে ৩টি স্রোতিজালের স্থাপনা বিনষ্ট ও ৩ লক্ষ ৬৪ হাজার টাকা মূ‌ল্যের ৯১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ক‌রে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ ও সেনাবাহিনীর সদস্যদের উপ‌স্থি‌তে এই কাজ‌টি করা হয়।
অভিযান শেষে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশগুল আজাদ বলেন, স্রোতিজাল ও চায়না দুয়ারী জাল মৎস‌্য সম্প‌দের জন‌্য হুম‌কি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার এ সমস্ত জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল ও স্রোতিজাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com