সোহেল রানা ,নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফসলি জমির টপসয়েলের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার দুপুর ১ টার সময় উপজেলা রৌহা উত্তরপাড়া ফসলী জমির টপসয়েলের মাটি উত্তোলনের দায়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনের ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
অভিযুক্ত ব্যক্তি রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালিচরণ গ্রামের আলতাব হোসেনের পুত্র সাহাদত হোসেন (৪০)। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪ ধারা মতে ঐ অর্থদন্ড আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে রায়গঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগীতা প্রদান করেন।