রায়গঞ্জ(সিরাজগঞ্জ)সংবাদদাতা:
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর রায়গঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়, জেলা- উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দ এর সর্বসম্মতিক্রমে ডা: কামরুল ইসলামকে সভাপতি ও সুমন আহমদকে সাধারণ সম্পাদক এবং এবাদুল্লাহ হককে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এ্যাড:সাইদুল ইসলাম খান,সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন,সাধারণত সম্পাদক সোলাইমান হোসেন,উপজেলা জামায়াতে আমীর আলী মর্তুজা,নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস,সেক্রেটারির এস এম মুনছুর আলী, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন,
সাবেক জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মনিরুল ইসলাম জাফর,উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।