সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশের নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকা জান্নাতুল ফেরদৌসকে পেটানোর মামলায় বখাটে মোশাররফ হোসেন মারুফ (৪২) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে তাড়াশ থানার পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়,নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে শ্রেনী কক্ষে মারধর করে
সহকর্মীর বখাটে স্বামী মোশারফ হোসেন ।
এ ঘটনায় আহত শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের থানায় দায়ের কিতো মামলার প্রেক্ষিতে আজ রাত ১১ টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নলুয়াকান্দি নিজ গ্রামের নিজ বাসা থেকে মোশাররফ গ্রেফতার করা হয়েছে।