1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে চীন মৈত্রী হাসপাতাল করার দাবিতে সংবাদ সম্মেলন উল্লাপাড়া জামায়াতের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও স্বারকলিপি প্রদান ঈশ্বরগঞ্জে সেতু নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও বোনকে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সলঙ্গার হাটিকুমরুলে কোচ চাপায় অটোরিক্সার যাত্রী নিহত চুরি যাওয়া সেচ যন্ত্র উদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন-বিক্ষোভ অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন,লেখালেখি করেও হচ্ছে না সমাধান রংপুরে তিস্তার তীরবর্তী চরাঞ্চলে চীনের তৈরী হাসপাতালের দাবিতে মানববন্ধ সলঙ্গায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

জায়গার মালিকানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন গুরতর আহত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে দুলিশ্বর বাজারে অবস্থিত বিবদমান মূল্যবান ৮ শতক জায়গায় দখলে বাঁধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দুলিশ্বর বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের প্রথমে মুমূর্ষ অবস্থায় তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন, দুলিশ্বর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে মো. আব্দুল মজিদ (৫৫), তার স্ত্রী মোছা. শিরিনা খাতুন (৪০) ও তার ছেলে মো. শামীম হোসেন (২০)সহ ৫ জন।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, বিষয়টি জেনেছি। শুনেছি আহতরা চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুলিশ্বর গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে মো. আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে দুশিশ্বর গ্রামের বাজারে পাঁকা রাস্তার পশ্চিম পাশে প্রায় ৮ শতক জায়গা ভোগ করে আসছেন। ওই জায়গায় প্রায় ৩০ থেকে ৪০টি বিভিন্ন প্রজাতির গাছও লাগিয়ে ছিলেন। কিন্তু সম্প্রতি ওই গ্রামের নরেন প্রামাণিক ওই জায়গাটি নিজের মালিকানা দাবি করে আসছেন।তারই ধারাবাহিকতায় বৃস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার অনুগত ৭ থেকে ৮ জনের একটি দখলদার বাহিনী নিয়ে প্রথমে সেখানে থাকা প্রায় ২৫ টি গাছ কেটে নিয়ে যান। পরে সেখানে ঘর তুলে দখলের চেষ্টা করেন। কিন্তু এ খবর পেয়ে পূর্বে থেকে ভোগদখলকারী আব্দুল মজিদ পরিবার পরিজন ও স্বজনদের নিয়ে গিয়ে ঘর তৈরিতে বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ নরেন প্রামাণিকের নেতৃত্বে তার ছেলে গৌত্তম প্রামাণিক ও নরত্তম প্রামাণিকসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মজিদসহ তার স্বজনদের উপর হামলা চালায়। এতে ৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
অবশ্য, দখলদার নরেন প্রামাণিক জায়গাটি নিজের দাবী করে বলেন, এ জায়গাটির মালিকানার বৈধ কাগজপত্র আমার কাছে আছে। আর পূর্বে কেন সে জায়গা দখল নিতে যাননি এ প্রশ্নে তিনি বলেন, কাগজপত্র সংগ্রহ করতে আমার সময় লেগেছে তাই যাইনি। এখন বৈধ কাগজ আছে তাই গিয়েছি।
আর পূর্বে থেকে ভোগদখলকারী আব্দুল মজিদ বলেন, নরেন প্রামাণিক ভূয়া কাগজপত্র তৈরি করে আমার বৈধ মালিকানার জায়গা দখল করতে গেছেন। এতে বাঁধা দিলে আমাদের উপর হামলা করা হয়।
এ প্রসেঙ্গ তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com