মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি কাভার্ড ভ্যান ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে সড়কের পাশে বসতবাড়ির মধ্যে ঢুকে যায়। চালকসহ ওই বাড়ির সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ভেঙে গেছে বসতবাড়ির প্রাচীরসহ একটি পাকা ঘর।
শুক্রবার ভোর ৩ টায় উপজেলার কলাবাড়ি ভান্ডারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থাকার ওসি নাজমুল হক। তিনি জানান, ঘোড়াঘাট মহাসড়কের ভান্ডারি বাজার এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের সাথে ঠাকুরগাঁ গামী সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে,কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে শওকত কবিরের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে সীমানা প্রাচীর ও থাকার একটি পাকা ঘর ক্ষতিগ্রস্থ হলেও পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় দুই গাড়ির চালক ও তার সহকারী কাভার্ড ভ্যান ও ট্রাক রেখে পালিয়ে যায়।
তিনি আরও জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।