রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা জরিনা বেগম (৬১) মহাসড়কের পার্শ্ববর্তী দাথিয়া বেণীমাধব গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উত্তরবঙ্গ মহাসড়কে (ফোরলেন) উপজেলার ষোল মাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রায়গঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার মোস্তাফিজুর রহমান ও স্থানীয়রা জানান, ষোলমাইল বাসস্ট্যান্ডের অদুরে একটি ইটভাটা এলাকায় বৃদ্ধা জরিনা বেগম রাস্তা পার হওয়ার সময় বগুড়া অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। বৃদ্ধ তার শ্বশুরবাড়ি থেকে পায়ে হেটে মহাসড়কের ওপারে তার বাবার বাড়ি যাচ্ছিলেন।
পরে রায়গঞ্জ ফায়ার স্টোশনের টিম তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করে।