দৃশ্যপট ডেস্ক:
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর অভিযানে ২টি গরু উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় ৪ জন সদস্য গ্রেফতার করেছে।
উল্লেখিত মামলার এজাহারের বর্ণনা মতে, গত ২৫ ফেব্রুয়ারি আনুমানিক ৪ ঘটিকায় ভিকটিম মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা- মৃত সফিজ উদ্দিন, গ্রাম- গয়নাকান্দি, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ ঘুম থেকে উঠে দেখতে পান তার থাকার ঘরের বারান্দার গ্রিলের ছিটকানি মাফলার দিয়ে বাঁধা রয়েছে। বিষয়টি দেখে ভিকটিম অবাক হয়ে দরজায় বাঁধা মাফলারটি খুলে বাইরে বের হয় এবং বাইরে গিয়ে দেখতে পান গোয়াল ঘরে রাখা তার গরু দুইটি নেই। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীদের সাথে নিয়ে তিনি আশেপাশের সব এলাকায় গরু দুইটি অনেক খোঁজাখুঁজি করলেও তার আর সন্ধ্যান পাওয়া যায়নি। ধারণা করা হয়, গরু দুইটি অজ্ঞাতনামা চোরদের চুরির স্বীকার হয়েছে। এরপ্রেক্ষিতে ভিকটিম উক্ত ঘটনার বর্ণনা দিয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় একটি চুরি মামলা রজু করেন। উক্ত ঘটনার পর থেকেই র্যাব-১২ সিরাজগঞ্জ আসামিদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ গত ১২ মার্চ ৩টি পৃথক অভিযান পরিচালনা করে চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্য যথাক্রমে মোঃ শাহীন খোন্দকার (৪৪), পিতা- মোঃ শাহজাহান খোন্দকার, সাং- দুলাই, থানা- সুজা নগর, জেলা- পাবনা‘কে সিরাজগঞ্জ জেলার বোয়ালিয়া বাজার হতে, মোঃ আব্দুল খালেক (৪৫), পিতা- মোঃ জমশের মন্ডল, সাং- আলীয়ারপুর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ‘কে আলিয়ারপুর হতে এবং মোঃ সুজন আলী (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- প্রতাপ উত্তরপাড়া ও জরিপ মন্ডল (৩৪), পিতা- মৃত মোহাম্মদ আলী, সর্ব থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জদ্বয়‘কে প্রতাবপাড়া হতে গ্রেফতারসহ চুরি হওয়া দুইটি গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীগণ মোঃ শাহীন খোন্দকার (৪৪), পিতা- মোঃ শাহজাহান খোন্দকার, সাং- দুলাই, থানা- সুজা নগর, জেলা- পাবনা‘কে সিরাজগঞ্জ জেলার বোয়ালিয়া বাজার হতে, মোঃ আব্দুল খালেক (৪৫), পিতা- মোঃ জমশের মন্ডল, সাং- আলীয়ারপুর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ‘কে আলিয়ারপুর হতে এবং মোঃ সুজন আলী (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- প্রতাপ উত্তরপাড়া ও জরিপ মন্ডল (৩৪), পিতা- মৃত মোহাম্মদ আলী, সর্ব থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ
মোঃ উসমান গণি সিনিঃ সহঃ পুলি সুপার অপস্ অফিসার র্যাব-১২, সিরাজগঞ্জ।স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।