দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে উল্লাপাড়া উপজেলার বাউজান রেলওয়ে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এতে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসটি আটকে পড়ে।
এছাড়া রেল সেতুটির বিভিন্ন স্টেশনে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন আটকা থাকে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, বাউজান এলাকায় রেললাইন ভাঙা দেখতে পেয়ে আমাদের লাইনম্যান বিষয়টি জানান। তাৎক্ষণিক জামতৈল থেকে যন্ত্রপাতি নিয়ে ওই রেলটি মেরামত করা হয়।
পরে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।