দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টায় ইসলামী তৌহিদী জনতার ব্যানারে বিক্ষুব্ধ জনতা এ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলটি রায়গঞ্জ পৌর সভার ধানগড়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষুব্ধ জনগণ স্লোগানে বলেন অস্ত্র ধরো অস্ত্র ধরো ফিলিস্তিনি স্বাধীন কর। ইসরাইলের পণ্য বয়কট কর। ট্রামের দুই গালে জুতা মারো তালে তালে।
এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ সরকারি কর্মকর্তা কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তাগণ ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ইসরায়েলী সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান জানান।