দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে চিন্ময় সরকার (২৮) নামের এক প্রকৌশলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করতেন।
তিনি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের ডাঃ চন্দন কুমার সরকারের ছেলে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে তাদের নিজ বাড়ির নির্মাণাধীন তৃতীয় তলায় একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় প্রতিবেশী ও পুলিশ জানায় প্রেম ঘটিত কারণে এই আত্মহননের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। খবর পেয়ে রায়গঞ্জ থানার এসআই অনুপ কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।