শরিফুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর-৪ (গুরুদাসপুর—বড়াইগ্রাম) আসনের সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেছেন, ফসলি জমি রক্ষায় কোন পুকুর খনন করতে দেয়া হবে না। বৃহত্তর জনস্বার্থে পুকুর খনন বন্ধ হলে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে চলনবিল। যারা এ অপকর্মের সাথে যারাই জড়িত হোক না কেন তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহ্বান জানান তিনি।
রবিবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে ‘কৃষি জমিতে পুকুর খনন রোধ’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই হুঁশিয়ারি দেন সাংসদ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
সাংসদ আরও বলেন, চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর এলাকা পলি মিশ্রিত উর্বর মাটি। এ মাটিতে ফলানো ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকে। সেই মাটিতে পুকুর খনন হলে কিছু লোক উপকৃত হলেও লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষিজমি রক্ষায় পুকুর খনন বন্ধে নিজেই মাঠে নেমেছি।
অনুষ্ঠানে পুকুর খনন বন্ধে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুল বারি ও মিজানুর রহমান সুজা, সাংবাদিক আলী আক্কাছ, সাজেদুর রহমান, মাজেম আলী, মিজানুর রহমান প্রমুখ।
ইউএনও সালমা আক্তার পুকুর খনন রোধে আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে বলেন, পুকুর খনন বন্ধে অভিযান চলমান আছে এবং থাকবে।