তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সিরাজগঞ্জের তাড়াশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন উপজেলার ঈদগায় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন। সূর্যোদয়ের সাথে- সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি কার্যক্রম শুরু করেন। এর আগে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা এবং উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি প্যারেড পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান (মনি), ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ খালিদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী সনজিৎ কর্মকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার মোঃ আরসেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান সাজু,করিম বকস্ সহ অনেকেই।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোনোয়ার হোসেন, মৎস্য অফিসার মোঃ মশগুল আজাদ, কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন, সমাজসেবা অফিসার একে এম মনিরুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।