নিজস্ব প্রতিবেদকঃ
বলাৎকারের শিকার হয়ে সিয়াম নামে ১০ বছরের এক ছেলে শিশু সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (২৭ মার্চ) রাতে শিশুটিকে এই হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলার বেঙনাই তেঘরি গ্রামে এ ঘটনাটি ঘটে। নির্যাতিত শিশুটি পাঙ্গাসী ইউনিয়নের তেঘরি দক্ষিণপাড়া গ্রামের ইজিবাইক চালক আলমানের ছেলে ও পার্শ্ববর্তী কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
শিশুটির বাবা আলমান বলেন, মঙ্গলবার বিকেলে আমার সেচপাম্পটি বন্ধ করে সিয়াম বাড়িতে আসছিল। আসার পথে বেঙনাই গ্রামের শফিউলের ছেলে মোতালেব (২২) তাকে টেনে হিঁচড়ে পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে ধরে বলাৎকার করে। সিয়াম চিৎকারের চেষ্টা করলে তার গলাচেপে ধরে। এক পর্যায়ে ভুট্টাক্ষেতের পাশ দিয়ে প্রতিবেশী এক মহিলা যাওয়ার সময় দেখে ফেললে মোতালেব পালিয়ে যায়।
তিনি বলেন, বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুরুব্বিরা শালিসী বৈঠক করে মিমাংসার কথা বলেন। কিন্তু বুধবার রাতে সিয়াম অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডা. মুকুল হোসেন বলেন, আমরা রোগীকে দেখেছি। বাহির থেকে পুরোপুরি না দেখা যায় না। তবে তার পায়ুপথে ইনজুর রয়েছে। আমরা চিকিৎসা দিচ্ছি।
রায়গঞ্জ থানার ওসি মো. হারুণন অর রশিদ এ বিষয়ে বলেন, ভিকটিমের পরিবার থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।