মোঃ সুমন ইসলাম প্রামাণিক , নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা ছাত্রলীগের আওতাধীন ডোমার উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে বিবাহিত ব্যক্তিকে সভাপতি ও বহিরাগতকে সাধারণ সম্পাদক করে কমিটি প্রদান করায় ডোমারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) বিকালে ডোমার উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দের ব্যানারে থানা সংলগ্ন রিপোর্টার্স ক্লাব এলাকা থেকে নতুন কমিটির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সেখানে বক্তব্য রাখেন—ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মোঃ স্বপন রহমান।
সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির তার বক্তব্যে বলেন, ডোমার উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি থাকাকালীন দায়িত্ব পেয়েছেন। এছাড়া ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও, তথ্য গোপন রেখে কমিটি বাগিয়ে নিয়েছেন। তবে বিয়ের যাবতীয় কাগজপত্র সবার হাতে হাতে এবং একটি ভয়েস রেকর্ডেও বিয়ের কথা স্বীকার করেছিলেন বর্তমান সভাপতি।
আরেক বক্তা মোঃ স্বপন রহমান বলেন, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ডোমার উপজেলার স্থায়ী বাসিন্দা নন। ছাত্রলীগের কমিটি নিতে এখানে নির্বাচনী এলাকা পরিবর্তন করেছেন। বিবাহিত ও বহিরাগতদের বাদ দিয়ে নতুনভাবে ত্যাগী ও পরিশ্রমী নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠন করার আহ্বান জানান তারা। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্বপন।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান হৃদয়, মোঃ নয়ন ইসলাম, সাকিব সেলিম শুভ, ছাত্রলীগ নেতা শান্ত ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার ইসলাম প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪শে মার্চ মোঃ মেহেদী হাসান আকাশকে সভাপতি ও সোহানুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট ডোমার উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি প্রদান করে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার।