নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের ৭ দিনের মাথায় সেপটিক ট্যাংকে পাওয়া গেলো মারফ হাসান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ। এ ঘটনায় জড়িত অপহরণকারীচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি বাজার এলাকায় তালুকদার মার্কেটের সেপটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার হয়। এর আগে গত ৫ এপ্রিল নিজ গ্রাম ঝুড়ঝুড়ি বাজার থেকে মারুফকে অপহরণ করে নিয়ে যায়। মারুফ হাসান ঝুড়ঝুড়ি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে সলঙ্গা থানার একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, মারুফ হাসান ঈদের ছুটিতে ঝুড়ঝুড়ি গ্রামে নিজ বাড়ীতে আসে। গত ৫ এপ্রিল বিকেল ৩ টায় সে পাশ্ববর্তী বাজার থেকে নিখোঁজ হয়। ওই দিনই মারুফ হাসানের বাবা মো. মোশারফ হোসেন তাড়াশ থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই পু্লিশ, র্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় তৎপরতা চালায়।
অবশেষে র্যাব -১২ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অভিযুক্তরা জানায় মারুফ হাসান কে তারা হত্যা করেছে। এবং ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তাদের দেয়া তথ্য মোতাবেক আজ সকালে সেপটিক ট্যাংক থেকে মারুফ হাসানের মরদেহ উদ্ধার করা হয়।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আজ ভোররাতে ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। তাদের দেখানো মতে সকালে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
র্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন বলেন, অভিযুক্তদের আটক করা হয়েছে। এ ঘটনার সাথে কে কে সম্পৃক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।