সিরাজগঞ্জ প্রতিনিধি:
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের তিনটি উপজেলায় ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদে ১০ জন করে প্রার্থী মনোনয়ন জমা দেন।
সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান, সিরাজগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, সদর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর, জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আহসান হাবীব এবং জেলা জামায়াতের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম। কাজিপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল কালাম আজাদ ও কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম। বেলকুচি উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর সেরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য আমিনুল ইসলাম সরকার, এনায়েতপুর থানা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ফকির ও তার ভাই মাসুদ রানা ফকির।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪, মহিলা ভাইস চেয়ারম্যান ৩, কাজিপুরে ভাইস চেয়ারম্যান ৩, মহিলা ভাইস চেয়ারম্যান ৫ এবং বেলকুচিতে ভাইস চেয়ারম্যান ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।