মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী কবরস্হানের দক্ষিণে গ্রামপাঙ্গাসী মৌজাড় নিজামগাতী – গ্রামপাঙ্গাসী রাস্তায় অবস্হিত গভীর নলকুপটি তার সবকিছু হাড়িয়ে একদম এতিম হয়ে গেছে। তার দেখা শোনা করার মতো এখন আর কেউ নেই। শুধু নিরুপায় হয়ে পড়ে আছে মাটির নিচের পাইপটি। রক্ষণাবেক্ষণের অভাবে আর কিছুদিন গেলে এ পাইপটিও হারিয়ে যেতে পারে।
এক সময় এই গভীর নলকুপটি ব্যাবহার করে হাজার হাজার বিঘা জমি চাষাবাদ করতো অত্র এলাকার শত শত কৃষক। কিন্তু জনগুরুত্বপূর্ণ গভীর নলকুপটি রক্ষনাবেক্ষণের অভাবে কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছে অত্র এলাকার আশপাশের শত শত কৃষক। উল্যেখ্য, এই গভীর নলকুপের পাশ দিয়েই চলে গেছে বিদ্যুতের লাইন। হয়তো এটি পুনরায় চালু করার জন্য বিদ্যুতের নেই কোনো বাড়তি ভোগান্তি।সরেজমিনে দেখা যায়, এই গভীর নলকুপটির পাকা সেমি করা ঘর, ইঞ্জিনসহ সবকিছু হারিয়ে শুধু এতিমের মতো মাটির নিচে একা পড়ে আছে পাইপ ও মটরটি।
এটিও যোকোনো সময় হারিয়ে যেতে পারে বলে মনে করছেন এলাকার শত শত কৃষক। অত্র এলাকাবাসী বলছেন, এই গভীর নলকুপটি এখন চালু থাকলে তীব্র এই খরাতে পানির জন্য হাহাকার হতো না। তাছাড়া খরচও অর্ধেক কমে যেতো। এই গভীর নলকূপটি পূনরায় চালু করা হলে উপকৃত হবেন আমাদের মতো শত শত কৃষক। খোজ নিয়ে জানা যায়, বিগত দুইযুগ আগে কৃষকদের কথা বিবেচনা করে নির্মাণ করা হয় একটি গভীর নলকুপ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাত্র কয়েক বছর ব্যাবহার করার পর পরই তা বন্ধ হয়ে যায়। সর্বপরি দীর্ঘদিন ধরে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অত্র এলাকার শত শত কৃষক।
এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের মোঃ আব্দুল খালেক বলেন, এই গভীর নলকুপটি পুনরায় চালু করা খুবই দরকার। গভীর নলকুপটি পূনরায় চালু করার জন্য আমি গ্রামের কতিপয় ব্যাক্তির উনমতি নিয়ে একক ভাবে উপজেলা গিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি এবং এখনো করছি। এই গভীর নলকুপটি চালু করা খুবই দরকার। এমতাবস্থায় অত্র এলাকার শত শত কৃষকদের কথা চিন্তা করে এ গভীর নলকুপটি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছেন অত্র এলাকার শত শত কৃষকেরা।