(এমপি সৌরেনসহ হাজারো নেতাকর্মীর ঢল)
নওগাঁ প্রতিনিধি:
৩৯ দিন পর মারা গেলেন সড়ক দুর্ঘটনায় আহত নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। রবিবার ২১ এপ্রিল বিকেলে তাঁর গ্রামের বাড়ি উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এর আগে শনিবার ২০ এপ্রিল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহসান হাবীব মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। তাঁর প্রার্থিতা বৈধ ছিল।
আহসান হাবীবের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আরী বলেন, গত ১২ মার্চ রাত ১০ টার দিকে উপজেলার তেরো মাইল নামক স্থানে একটি বালুবাহী ডাম্পট্রাকের সাথে বাবার জীপ গাড়ীটির মুখোমুখী সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আমার বাবা গুরুতর আহত হন। এর পর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার বাবার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানেই গতকাল ( শনিবার ) রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। বিকেল চারটায় উপজেলা সদরের ডাকবাংলো মাঠে বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পাঁচটায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ। খবর পেয়ে ছুটে আসেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রর্ত্তী। তিনি আমাদের সাথে কথা বলেছেন।
আহসান হাবীব ২০০৪ সাল থেকে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। এবং তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আহসান হাবিবের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মরহুমের আত্মার শান্তি কামনা করেন তিনি। এরপর এমপি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আর এমপির এমন ভালোবাসা পেয়ে দুংখ ভরা মন কিছুটা হলেও হালকা হয়েছে বলে জানান তারা।
এদিকে, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। শোকবার্তায় সাধন চন্দ্র মজুমদার বলেন, আহসান হাবীব ভোদন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল রাজনীতির দক্ষ সংগঠক। দুর্দিনে দলের নেতা কর্মীদের পাশে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে আমরা একজন ত্যাগী রাজনীতিবিদকে হারালাম। মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে, প্রার্থীর মৃত্যুর কারণে মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হবে কি না জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, প্রার্থীর মৃত্যুর বিষয়টি নির্বাচন কমিশনে (ইসি) লিখিত ভাবে জানানো হয়েছে। তফসিল ঘোষণার পর প্রার্থীর মৃত্যু এবং নির্বাচন কার্যক্রম নিয়ে আইনে কি আছে, তা দেখে সিদ্ধান্ত জানাবে ইসি। এ বিষয়ে খুব শিগরিই গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসির সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।