দৃশ্যপট প্রতিদেক :
সিরাজগঞ্জের সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাফিজুর রহমানকে মারপিট করা সেই আওয়ামীলীগ নেতা আরাফাত রহমানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত নেতা আরাফাত রহমান একজন মাদকাসক্ত, সন্ত্রাসী ব্যক্তি। ইউনিয়ন পরিষদের নির্বাচনে তার পক্ষে কাজ না করায় সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের উপর ক্ষুব্ধ ছিল সে। এরই জের ধরে গত ১৮ এপ্রিল হাফিজকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে বেধড়ক মারপিট করা হয়। হামলায় গুরুতর আহত নেতা হাফিজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মানববন্ধন কর্মসূচিতে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন লিংকন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রওশন সরকার, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মইন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইমরানসহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সলঙ্গা থানাধীন পাঁচলিয়া হাটের ইজারা না পেয়ে গত ১৮ এপ্রিল সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজকে বেধড়ক মারপিট করে আওয়ামীলীগ নেতা আরাফাত রহমান। এ সংক্রান্ত একটি সংবাদ প্রতিদিনের দৃশ্যপট অনলাইন ও পত্রিকায় প্রকাশিত হয়।