সলঙ্গা সংবাদদাতা:
তীব্র তাপদাহে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় রিকশাচালক, পথচারী ও বাসযাত্রীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন যুবলীগ নেতা মোর্শেদ হাসান রাজিব।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকার সাধারণ মানুষের মাঝে বোতলজাত ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোর্শেদ হাসান রাজিব এ আয়োজন করেন। এসময় সিরাজগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরকার,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন আহবায়ক ও সলঙ্গা থানা যুবলীগের সভাপতি প্রার্থী মাহমুদুল হক,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন আহবায়ক ও সলঙ্গা থানা যুবলীগের সভাপতি প্রার্থী রিয়াদুুল ইসলাম ফরিদ,হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরমান আলী মন্ডলসহ যুবলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা রাজিব বলেন, তীব্র তাপদাহের কারণে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। তাই যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সাধারণ মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি।