সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রখর রোদে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। মাঠে নষ্ট হচ্ছে ফসল। গরমের তীব্রতা এতটাই যে ঘর থেকে বের হতে পারছে না কেউ। বাতাস গরম হওয়ায় গাছের ছায়া আর ফ্যানের নিচে থেকে বসেও শান্তির দেখা মিলছে না। এমন অবস্থা থেকে মুক্তি পেতে ও বৃষ্টির জন্য প্রচণ্ড রোদের মধ্যে ফরিদপুরের সালথায় বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেন এলাকাবাসী।
শুক্রবার বেলা ১১টার দিকে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নিছারুদ্দীন মোল্যা।
এর আগে উপস্থিত মুসল্লিদের ইসতিসকার নামাজ আদায়ের নিয়মকানুন শিখিয়ে দেন ইমাম। উপস্থিত মুসল্লিরা জানান, প্রচণ্ড গরম আর রোদে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা। মাঠে আমাদের বিঘার পর বিঘা জমির পাট পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন অবস্থায় বৃষ্টি না হলে জমির পাট পুড়ে ছাই হয়ে যাবে।
তারা আরও বলেন, বিপদ-আপদে আমরা মহান আল্লাহকে স্মরণ করি। মহান আল্লাহ্ রহমত না করলে চলমান দাবদাহ থেকেও আমরা মুক্তি পাবো না। তাই আজকে বিশেষ নামাজ আদায় করে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। পাশাপাশি জমির ফসল বাঁচাতে বৃষ্টি জন্য আল্লাহর রহমত চেয়েছি। আল্লাহ্ রহমত করলে বৃষ্টি বর্ষণ হবে বলে আশা করি।
উল্লেখ্য, এবার সালথা উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে সোনালী আশ পাট আবাদ করছেন কৃষকরা। প্রচণ্ড রোদ আর গরমে কৃষকদের খেতের সেই পাট ঝুঁকিতে পড়েছে। আর কয়েকদিন এমন আবহাওয়া থাকলে জমির পাট পুড়ে ছাই হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা।