নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে জমে উঠেছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জমজমাট প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে এ তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, গ্রাম ও মহল্লা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রাতদিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিশ্রুতির ফুলঝুরিতে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। হ্যান্ড মাইকে কিংবা মাইকে চলছে প্রচারণা। গানে গানে প্রার্থীর গুনকীর্তণও শোনানো হচ্ছে। ভোটাররাও বসে নেই। হাটে-বাজারে চায়ের স্টলে চলছে ভোট নিয়ে আলোচনা। প্রার্থীদের আমলনামা বিশ্লেষণ করছেন সাধারণ মানুষ।৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাবে জেলার সদর, কাজিপুর ও বেলকুচি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছেন মাঠে। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন দুই বা ততোধিক প্রার্থী।
সিরাজগঞ্জ সদর :
এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও মাঠে রয়েছেন চারজন। এরা হলেন টানা দুবারের নির্বাচিত চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন (আনারস), বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু (মোটর সাইকেল), জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল (দোয়াত কলম), সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল (কাপ-পিরিচ) ও জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আহসান হাবীব এহসান (ঘোড়া)। ইতিমধ্যে নুরুল ইসলাম সজল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এখানে এবার ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রার্থীদের কর্মী-সমর্থক ও ভোটারদের সাথে কথা বলে জানা গেছে এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সাথে রাশেদ ইউসুফ জুয়েল ও নাসিম রেজা নূর দীপুর প্রতিদ্ব›দ্বীতা হবে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত আলী মুন্সীর (চশমা) সাথে জিহাদ আল ইসলামের (উড়োজাহাজ) প্রতিদ্ব›দ্বীতা হবে। এছাড়াও সাইফুল ইসলাম (টিউবওয়েল) ও আকরাম হোসেন (তালা) প্রতিকে নির্বাচনী মাঠে রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরুন্নাহার খানম ( বৈদ্যুতিক পাখা), আফরিনা মায়া (প্রজাপতি) ও মোছা. নূরে ফাতিমা ( ফুটবল) প্রতিক নিয়ে মাঠে রয়েছেন।
কাজিপুর এ উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্ব›দ্বী করছেন। তিনজনের মধ্যেই তুমুল প্রতিদ্ব›দ্বীতা হবে বলে শোনা যাচ্ছে। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী (আনারস), আবুল কালাম আজাদ ( দোয়াত কলম) ও মো. আশরাফুল আলম ( ঘোড়া)। এখানে ভাইস চেয়ারম্যান পতে তিন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। তারা হলেন শাহীনুর ইসলাম শাহীন (মাইক), সাইফুল ইসলাম (টিয়া পাখি) ও সেলিম হোসেন (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন ৫ প্রার্থী। এরা হলেন, জান্নাতুল ফেরদৌস (ফুটবল), জুলেখা খাতুন (বৈদ্যুতিক পাখা), বিলকিস খাতুন (কলস), শাপলা খাতুন (পদ্মফুল) ও সুলতানা হক (হাঁস)।
বেলকুচি তাঁতসমৃদ্ধ বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মাঠে রয়েছেন। এরা হলেন, বদিউজ্জামান ফকির (মোটর সাইকেল), মীর সেরাজুল ইসলাম (আনারস) ও ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (দোয়াত কলম)। তিন প্রার্থীর মধ্যে বদিউজ্জামান সরকারের মোটর সাইকেলের সাথে আমিনুল ইসলামের দোয়াত কলমের তুমুল প্রতিদ্ব›দ্বীতার কথা শোনা যাচ্ছে। এখানে নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ফারুক সরকার (টিয়া পাখি), আব্দুল আলীম (মাইক) ও ইউসুফ আলী (উড়োজাহাজ) প্রতিকে লড়াইয়ে রয়েছেন।