কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
তফসিল ঘোষণা অনুযায়ী সিরাজগঞ্জের কামারখন্দে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ৫ জুন ভোট গ্রহণের দিনকে সামনে রেখে ৯ মে শেষদিন পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র চূড়ান্তভাবে জমা দিয়েছেন এবং কামারখন্দবাসী প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট প্রদান করবেন।
বৃহস্পতিবার (৯ মে) বিকালে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য কামরুল হাসান আমিনুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মো. লাবু সরকার, বিশিষ্ট শিল্পপতি মো. ইউসুফ আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মো. রেজাউর করিম।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, ভদ্রঘাট ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আনিছুর রহমান, রায়দৌলতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মো. আল আমিন বিশ্বাস।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সম্পা খাতুন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ তাহমিনা ওয়াজেদ মেরীনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোছা. উম্মে নূর পিয়ারা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি ও জামতৈল ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ মহিলা সম্পাদক মোছা. শেফালী খাতুন।
নির্বাচনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, আগামী ১২ মে রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এর পর বৈধ প্রার্থীর সংখ্যা পাওয়া যাবে এবং প্রার্থীরা আপিল করার সময় পাবে , ১৯ মে প্রত্যাহারের শেষ সময় রয়েছে সবশেষে ২০ তারিখে প্রতীক বরাদ্দ দেয়া হবে প্রার্থীদের। এই প্রথম কামারখন্দ উপজেলাবাসী ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। আশা করছি সকলেই মিলে সুন্দর, সুষ্ঠু একটা নির্বাচন উপহার দিতে পারব আমরা।
ছবির ক্যাপশন: বৃহস্পতিবার কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার কাছে অনলাইনে আবেদন জমা দানের পর এক কপি করে অফিসে জমা দিচ্ছেন বিভিন্ন প্রার্থীরা।