দৃশ্যপট প্রতিবেদক ॥
একশো গ্রাম হেরোইন বহণ করা দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ মে) দুপুরের দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামীদের উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। সাজার আদেশ প্রাপ্তরা হলেন, রাজশাহীর গোদাগাড়ি পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লার জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭) ও একই মহল্লার ইউনুস আলীর ছেলে বণী ঈসরাইল (৩২)।ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ মে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা। ওইদিন দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে অভিযান চালিয়ে রমজান আলী ও বণী ঈসরাইলকে ১শ গ্রাম হেরোইনসহ আটক করে। এ ঘটনায় র্যাবের ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে আদাল আজ আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা দেন।